শুক্রবার | ১১ জুলাই, ২০২৫ | ২৭ আষাঢ়, ১৪৩২

ইসরায়েলের হামলায় লেবানন থেকে বের হওয়ার সড়ক বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার সঙ্গে লেবাননের মাসনা সীমান্ত ক্রসিংয়ের কাছে শুক্রবার ইসরায়েলের হামলায় একটি সড়ক বিচ্ছিন্ন হয়ে গেছে। সম্প্রতি ইসরায়েলের বোমা হামলা থেকে বাঁচতে হাজার হাজার মানুষ পালিয়ে যাওয়ার জন্য এই রাস্তাটি ব্যবহার করত বলে জানিয়েছেন লেবাননের পরিবহন মন্ত্রী আলি হামিয়ে।

তিনি জানান, লেবাননের ভূখন্ডের ভেতরে সীমান্ত ক্রসিংয়ের কাছে হামলা হয়েছে। এতে ৪ মিটার চওড়া গর্ত হয়ে গেছে। ইসরায়েল বলছে, ওই পথ অস্ত্র পরিবহনের জন্য ব্যবহার হয়ে এসেছে।

ইসরায়েলের প্রতিরক্ষাবাহিনীর (আইডিএফ) মুখপাত্র এক্সে বলেছেন, আইডিএফ এইসব অস্ত্র চোলাচালান হতে দেবে না এবং বাধ্য হলে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দ্বিধা করবে না। এই যুদ্ধে যেমনটি তারা করে এসেছে।

লেবাননের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ৩ লাখের বেশি মানুষ, যাদের বেশির ভাগই সিরিয়ান- তারা গত ১০ দিনে ইসরায়েলের মুহূর্মুহু বোমা হামলা থেকে পালিয়ে বাঁচতে লেবানন থেকে সিরিয়ায় চলে গেছে।

আইডিএফ মুখপাত্র এক্সে জানান, ইসরায়েলের সেনাবাহিনী শুক্রবার অধিবাসীদের বলেছে, লেবাননের দক্ষিণের ২০টির বেশি শহর অবিলম্বে খালি করে দিতে।

লেবাননের দক্ষিণাঞ্চলে অনেক বেশি বিমান হামলার খবর পাওয়া গেছে। ওদিকে, লেবানন থেকে ইসরায়েলেও রকেট হামলা চলছে।

একে

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM