জ্যেষ্ঠ প্রতিবেদক: জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নূরুল আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে সরকার।
সোমবার (০৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
একইসঙ্গে অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ সাইফুল ইসলামকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পরে তাকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব করা হয়েছে।
এআরএস