মঙ্গলবার | ১৩ মে, ২০২৫ | ৩০ বৈশাখ, ১৪৩২

পরিত্যক্ত প্লাস্টিকের বিনিময়ে মিলছে চাল-ডাল-তেলসহ ১৩টি পণ্য

নিজস্ব প্রতিবেদক: দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির সময়ে ভয়াবহ পরিবেশ দূষণের উপকরণ পরিত্যক্ত প্লাস্টিকের বিনিময়ে চাল, ডাল, তেল, চিনি ও লবণসহ ২৩ ধরনের নিত্যপণ্য দিচ্ছেন। পরিবেশ দূষণ রোধে সারাদেশের ন্যায় নীলফামারীতেও এমন উদ্যোগ নিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। পরিত্যক্ত প্লাস্টিক জমা দিয়ে পণ্য পাওয়ায় খুশি এ অঞ্চলের নিম্ন আয়ের মানুষ।

রোববার (৩ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের আশা কমিউনিটি সেন্টারে ৪০০ পরিবারকে পরিত্যক্ত প্লাস্টিকের বিনিময়ে নিত্যপণ্য দেওয়ার কার্যক্রম পরিচালনা করেন।

সারাদিনে প্রায় ৩ শতাধিক নারী-পুরুষ প্লাস্টিকের বিনিময়ে নিত্যপণ্য কেনার কার্যক্রমে অংশ নেন।

প্লাস্টিক নিয়ে আশা শিউলি বেগম বলেন, আমাদের বাড়ির পাশে এসব পণ্য পড়ে থাকতো। পাশাপাশি মশা জন্ম নিতো। সেখান থেকে এসব প্লাস্টিক তুলে এনে যে এত সুন্দরভাবে এমন বাজার করার সুযোগ পাব কখনও ভাবিনি।

নতুন বাজার থেকে রিকশা বোঝাই করে প্লাস্টিক নিয়ে এসেছেন রেজিয়া বেগম। তিনি বলেন, আমরা এসব প্লাস্টিক বাইরের বিক্রি করতাম তাহলে ১৫ থেকে ২০ টাকা কেজি পাইতাম, এর বেশি পাইতাম না। কিন্তু এখানে এনারা সুযোগ দিচ্ছেন। এই রকম সুযোগ কেউ কখনও দেয়নি। আমরা চাই তারা মাঝে মধ্যেই এমন আয়োজন করুক।

কাজলী আক্তার বলেন, এটা খুব ভালো কাজ, এইটা শোনার পর আমাদের বাড়ির আশপাশের সব প্লাস্টিক খুঁজে তুলে নিয়ে আসছি। এর ফলে আমাদের বাড়ির আমপাশ ও পরিষ্কার হইলো এবং এখানে এসে অনেকগুলো পণ্য পাইলাম। আমাদের মতো সাধারণ মানুষের জন্য অনেক ভালো একটি বিষয়। যে দাম জিনিস পাতির, তেল, ডিম, ডাল নিলাম। অনেকগুলো টাকা বাঁচল।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী রানা আহমেদ বলেন, প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর এটার উদ্দেশ্য হচ্ছে পুরাতন প্লাস্টিকের বিনিময়ে আমরা নিত্য প্রয়োজনীয় পণ্য দিচ্ছি। আমরা চাই পরিবেশ সুন্দর হোক এর পাশাপাশি বর্তমান বাজারে যে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষ যাতে আমাদের কাছ থেকে কিছু পণ্য নিয়ে তারা যাতে কিছুটা স্বস্তিতে থাকতে পারে। চাল, ডাল, তেল, লবণসহ মোট ১৩টি পণ্য আমরা আজকে আমরা দিচ্ছি। ১ কেজি প্লাস্টিক দিলে ১ কেজি চাল পাবে, ৩ কেজি প্লাস্টিক দিলে ১ কেজি সয়াবিন তেল পাবে, ৩ কেজি প্লাস্টিক ১ কেজি চিনি, ৩ কেজি প্লাস্টিক দিলে ১ কেজি ডাল পাবে, ১ কেজি প্লাস্টিক দিলে ৬টি ডিম পাবে এরকম ১৩টি পণ্য রয়েছে। যে যত বেশি প্লাস্টিক আনবে সে তত বেশি পণ্য পাবে।

পরিবেশ রক্ষায় নীলফামারীসহ ৬৪টি জেলায় ‘প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর’ স্থাপন করার উদ্যোগ নিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।

২০২২ সালে বিদ্যানন্দ ফাউন্ডেশন সেন্টমার্টিন দ্বীপের প্লাস্টিক দূষণ কমানোর জন্য একটি উদ্যোগ গ্রহণ করে যার নাম ‘প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর’। যেখানে মানুষ তাদের ব্যবহৃত প্লাস্টিক পণ্যের খালি পাত্র, বোতল বা পলিথিন এক্সচেঞ্জ করে নিতে পারেন চাল, ডাল, তেল, চিনি ও লবণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি। এতে স্থানীয়দের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের চাহিদা যেমন পূরণ হয়েছে, ঠিক তেমনই কমেছে পরিবেশ দূষণ! স্থানীয় অধিবাসীরা নিজেরাই সমুদ্র সৈকত থেকে কুড়িয়ে প্লাস্টিক বিদ্যানন্দের স্টোরে জমা দিয়ে নিত্যপণ্য নিয়ে যান।

এমএফ

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM