সোমবার | ১৯ মে, ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩২

রংপুরে জাতীয় পার্টিকে ২৪ ঘণ্টার আলটিমেটাম

জেলা প্রতিনিধি, রংপুর: গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক নুরকে নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে জাতীয় পার্টিকে ২৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আলটিমেটাম দেওয়া হয়েছে।
রোববার (৩ নভেম্বর) দুপুরে রংপুর সিটি বাজার এলাকায় গণঅধিকার পরিষদের জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির নেতারা এ আলটিমেটাম দেন। নির্ধারিত সময়ের মধ্যে ক্ষমা না চাইলে জাতীয় পার্টির বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, ঢাকায় সাধারণ ছাত্রদের ওপর আক্রমণের পর নিজেদের পার্টি অফিসে আগুন লাগিয়ে গণঅধিকার পরিষদের ওপর মিথ্যা অভিযোগ চাপিয়েছে জাতীয় পার্টি। সেই সঙ্গে নুরুল হক নুর ও তার দলকে নিয়ে বিভিন্ন অশোভন মন্তব্য ছড়ানো হচ্ছে। এসব কটূক্তির জন্য জাতীয় পার্টিকে ২৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। এছাড়া আগামী ৮ নভেম্বর রংপুরে গণ অধিকার পরিষদের বিভাগীয় গণসমাবেশকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলার চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য হানিফ খান সজীব এবং রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মুন্না সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।
এর আগে, গত ৩১ অক্টোবর রাতে ঢাকার কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধরা। এ ঘটনায় গণঅধিকার পরিশোধকে দায়ী করে শনিবার (২ নভেম্বর) রংপুরে লাঠি মিছিল করে জাতীয় পার্টির নেতাকর্মীরা।

আরএস 

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM