মঙ্গলবার | ৬ মে, ২০২৫ | ২৩ বৈশাখ, ১৪৩২

ছবি আসল নাকি নকল বলে দেবে হোয়াটসঅ্যাপ

নিউজ ডেস্ক: বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে আছে টেক জায়ান্ট মেটার মালিকাধীন হোয়াটসঅ্যাপ। এই অ্যাপের মেসেঞ্জার হলো একটি আন্তর্জাতিকভাবে উপলব্ধ ফ্রিওয়্যার, ক্রস-প্ল্যাটফর্ম, সেন্ট্রালাইজড ইন্সট্যান্ট মেসেজিং এবং ভয়েস-ওভার-আইপি পরিষেবা। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের পাঠ্য এবং ভয়েস বার্তা পাঠাতে, ভয়েস এবং ভিডিও কল করতে এবং ছবি, নথি, ব্যবহারকারীর অবস্থান এবং অন্যান্য শেয়ার করতে দেয়।

প্রতিনিয়ত নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। ছবি আসল নাকি নকল এখন থেকে তা দেখে নিতে পারবেন হোয়াটসঅ্যাপেই। এজন্য ‘Search On web’ নামের নতুন ফিচার আনলো অ্যাপটি।

যেভাবে কাজ করবে ফিচারটি

ধরুন আপনাকে কেউ একটি ছবি পাঠিয়েছে। সেই চ্যাটটি ওপেন করে ডানদিকে থাকা থ্রি ডট মেনুতে যেতে হবে। সেখানেই দেখতে পাবেন ‘Search On web’। সেখানেই আপনি সরাসরি যে কোনো ছবি খুঁজতে পারবেন। এর মাধ্যমে সহজেই দেখে নিতে পারবেন আপনার কাছে আসা ছবিটি আসন নাকি তৈরি করা। তবে এই ছবি সেভ হবে না। সার্চ করা হবে গুগলে। এই বিষয়টা হাতে নেই হোয়াটসঅ্যাপের।
তবে আপাতত শুধু বেটা টেস্টাররা এই ফিচারের সুবিধা পাবেন। সেক্ষেত্রেও হোয়াটসঅ্যাপের সর্বশেষ আপডেট থাকা আবশ্যক।

এমএফ

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM