বুধবার | ৯ জুলাই, ২০২৫ | ২৫ আষাঢ়, ১৪৩২

অর্থনীতি ও পুলিশকে সক্রিয় করতে নির্বাচন দরকার: ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা তুলে দেয়া যায়। কিন্তু কেউ যেন ফ্যাসিবাদ বা একনায়কতন্ত্র তৈরি করতে না পারে সেজন্য ক্ষমতা বিকেন্দ্রীকরণের পরামর্শ দিয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন–এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ।রোববার (১০ নভেম্বর) নূর হোসেন দিবস উপলক্ষ্যে এনডিএম এর আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
এনডিএম চেয়ারম্যান বলেন, অর্থনীতি ও পুলিশকে সক্রিয় করতে নির্বাচন দরকার। দেশের মাটিতে আর যেন কখনও ফ্যাসিবাদী সরকার দাঁড়াতে না পারে সে ব্যবস্থাও করতে হবে। তাহলেই নুর, মুগ্ধ ও সাইদদের প্রতি সম্মান দেখানো হবে।
গত ১৫ বছর আওয়ামী লীগ জঙ্গি কার্যক্রম পরিচালনা করছে এমন মন্তব্য করে আওয়ামী লীগকে নিষিদ্ধ সংগঠন ঘোষণার দাবিও জানান ববি হাজ্জাজ। তিনি বলেন, আওয়ামী লীগের ১৪ জন নেতার দ্বৈত নাগরিকত্ব রয়েছে। সংবিধান অনুযায়ী তারা দেশে নির্বাচন করতে পারবে না, কিন্তু তারা ভোট করেছে। তাই সংবিধান লঙ্ঘণের জন্য আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে।

আরএস 

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM