বুধবার | ৯ জুলাই, ২০২৫ | ২৫ আষাঢ়, ১৪৩২

ফেসবুকে সাবধান হুংকার দিয়ে সারজিসের স্ট্যাটাস

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ভয় দেখিয়ে লাভ নেই বলে মন্তব্য করেছেন অন্যতম সমন্বয়ক এবং জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। আজ বুধবার (১৩ নভেম্বর) সকালে উপদেষ্টা নাহিদের পক্ষ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন তিনি।
পোস্টে সারজিস বলেন, নাহিদ, আসিফরা জীবন দেয়ার জন্য প্রস্তুত হয়েই রাজপথে নেমেছিল। ডিজিএফআই-ডিবির পাশবিক অত্যাচার কোনো কিছুই এদের টলাতে পারেনি। হাসনাতরা আরও ৩ মাস আগেই নিজেদেরকে হত্যার জন্য বিলিয়ে দিয়েছিল।
এরপর বেশ কয়েকজন সমন্বয়কের নাম উল্লেখ করেন সারজিস। তিনি বলেন, মাহিন সরকার, আবু বাকের মজুমদার, রিফাত রশিদ, আব্দুল কাদের, হান্নান মাসুদদের ভয় দেখিয়ে লাভ নেই ৷ শেখ হাসিনার পুরো রেজিমের ভয় এদেরকে লক্ষ্য থেকে সরাতে পারেনি।
স্ট্যাটাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিষয়টিও পরিষ্কার করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা। তিনি বলেন, স্লোগান ওদের পূর্ববর্তী করাপ্টেড সিস্টেম নিয়ে ছিল। সহযোদ্ধাদের মধ্যে মান-অভিমান থাকতে পারে সেটা নিয়েও সমস্যা নেই। ন্যায়ের পক্ষে রাজপথের লড়াই সংগ্রাম মিনিটের মধ্যে আবার আমাদের ঐক্যকে শক্তিশালী করবে এটা আমরা বিশ্বাস করি। যখনই সংকট এসেছে আমার এই সহযোদ্ধারাই কিলোমিটার পথ পাড়ি দিয়ে ছুটে এসেছে।
কিন্তু এজেন্ট হিসেবে ভিতরে ঢুকে এদের কাউকে প্রশ্নবিদ্ধ করার নোংরা প্রচেষ্টা যদি করা হয় তবে সেটা কখনো সফল হবেনা বলে হুঁশিয়ারি দেন তিনি। বলেন, এই বন্ধন এমনি এমনি তৈরী হয়নি ৷ হাতে হাত রেখে রাজপথে ঘাম ঝরিয়ে, রক্ত ঝরিয়ে, জীবনের মায়া ত্যাগ করে একসাথে লড়াই করে এই বন্ধন তৈরী হয়েছে। এরপর আবারও ‘সাবধান’ লিখে স্ট্যাটাসের ইতি টানেন সারজিস।

 

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM