বুধবার | ১৪ মে, ২০২৫ | ৩১ বৈশাখ, ১৪৩২

কৃষক দলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা-ভাঙ্গা মহাসড়ক অবরোধ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: জাতীয়তাবাদী কৃষক দলের শিবচর উপজেলার আহব্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে শিবচরের পাচ্চর ঢাকা-ভাঙা মহাসড়ক প্রায় ১৫মিনিট অবরোধ করে রেখেছিলেন পদবঞ্চিতরা। বুধবার রাত ১০টার দিকে মহাসড়কটি অবরোধ করেন বিদ্রোহীরা। এসময় সড়কের একপাশে টায়ার জ্বালিয়ে ও বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ করেছেন বঞ্চিতরা। পরে মহাসড়ক থেকে সরে যান বিদ্রোহীরা।

জানা গেছে, বুধবার বিকেলে শিবচর উপজেলা কৃষক দলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। মাদারীপুর জেলা কৃষক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মো অলিউর রহমান দর্জি এবং সদস্য সচিব মো. অহিদুজ্জামান খান অহিদ স্বাক্ষরিত শিবচর উপজেলা কৃষক দলের ২৫ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এই আহ্বায়ক কমিটিকে প্রত্যাখ্যান করে বুধবার রাত ১০টায় ঢাকা-ভাঙ্গা মহাসড়ক অবরোধ করেন কৃষকদলের পদবঞ্চিতরা। প্রায় ১৫মিনিটের মতো সড়ক অবরোধ থাকে। এছাড়া এই কমিটি প্রত্যাহারের দাবিতে সড়কের একপাশে টায়ার জ্বালিয়ে ও বিক্ষোভ মিছিল করে বঞ্চিতরা।

জেলা কৃষক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ অলিউর রহমান দর্জি বলেন, শিবচর উপজেলা কৃষকদলের যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে সেখানে সবাই ত্যাগী ও দলের ক্রান্তিলগ্নের কর্মী। বিগত আন্দোলনে আহ্বায়ক টিটুসহ সকলেই মামলা-হামলার শিকার হয়েছেন। এখন পদবঞ্চিতরা কেন এটা করল তা আমার জানা নাই। আমরা ত্যাগী কর্মীদের নিয়েই কমিটি গঠন করেছি।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM