শনিবার | ১৭ মে, ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ, ১৪৩২

পাকিস্তানের রান পাহাড় টপকে লিড নিচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: রাওয়ালপিন্ডিতে প্রথম ইনিংসে প্রায় দুই দিন ব্যাট করে বাংলাদেশের সামনে রান পাহাড় তৈরি করেছিল পাকিস্তান। তবে ৪৪৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন টাইগার ব্যাটাররা। পাকিস্তানের বড় সংগ্রহ পাড়ি দিয়ে লিডে পা রেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা। তৃতীয় দিনের মতো চতুর্থ দিনেও পাকিস্তানি বোলারদের হতাশ করেছেন মুশফিক-মিরাজরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪০ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪৬২ রান। মিরাজ ৪২ রানে এবং মুশফিক ১৪৮ রানে অপরাজিত রয়েছেন।

টেস্টের চতুর্থ দিনে (শনিবার) মাত্র ৪ রান যোগ করে ৫৬ রানে নাসিম শাহর বলে সাজঘরে ফেরেন ডানহাতি ব্যাটার লিটন দাস। তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন মুশফিকুর রহিম। তাকে যোগ্য সঙ্গ দেন মেহেদী হাসান মিরাজ। ২০৩ বলে ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি তুলে নেন মি. ডিপেন্ডেবল খ্যাত এই ব্যাটার।

দুজনের ব্যাটে ভর করে এগোতে থাকে বাংলাদেশ। ১৩৬তম ওভারে পাকিস্তানের দেওয়া ৪৪৮ রানের লক্ষ্য ভেদ করেন মিরাজ এবং মুশফিক। এতে লিডে পা রাখে বাংলাদেশ।

এর আগে ১২২ বলে ৫৫* রানে মুশফিক এবং লিটনের অপরাজিত ৫২ রানের ইনিংসে ভর করে তৃতীয় দিন শেষে ৫ উইকেট হারিয়ে ৩১৬ রান তুলেছিল বাংলাদেশ। এতে ১৩২ রানে পিছিয়ে ছিল টাইগাররা।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM