রবিবার | ৪ মে, ২০২৫ | ২১ বৈশাখ, ১৪৩২

ইসরাইলি বর্বরতা চলছেই, ৪৮ ঘণ্টায় নিহত ৬৯ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক: শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত গত ৪৮ ঘণ্টায় গাজায় ইসরাইলি হামলায় আরও ৬৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন আরও ২১২ জন। সূত্র: আল-জাজিরা

বিবৃতিতে বলা হয়, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি সামরিক আগ্রাসনে এ পর্যন্ত ৪০ হাজার ৩৩৪ জন নিহত এবং ৯৩ হাজার ৩৫৬ জন আহত হয়েছে। এছাড়া হাজার হাজার ফিলিস্তিনি মৃত এবং আহত অবস্থায় এখনও ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে। প্রয়োজনীয় চিকিৎসা সেবা এবং নাগরিক প্রতিরক্ষা কর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।

দখলদার বাহিনীর আক্রমণ গুরুতর অবকাঠামোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে। সে সঙ্গে পানি, ওষুধ ও জ্বালানি সরবরাহের ওপর ইসরাইলি নিষেধাজ্ঞার কারণে উপত্যকাজুড়ে অভূতপূর্ব মানবিক বিপর্যয় ঘটেছে।

ইসরাইলি বাহিনী অবরুদ্ধ গাজায় ১০ মাসেরও বেশি সময় ধরে নজিরবিহীন এবং তীব্রভাবে বিমান হামলা, স্থল আক্রমণ এবং গানবোট থেকে আক্রমণ অব্যাহত রেখেছে। যার ফলে হাজার হাজার মানুষ নিহত এবং নিখোঁজ হয়েছে। এআরএস

 

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM