শুক্রবার | ১৬ মে, ২০২৫ | ২ জ্যৈষ্ঠ, ১৪৩২

সাভারে বকেয়া দাবিতে দ্বিতীয় দিনেও সড়কে শ্রমিকরা

উপজেলা প্রতিনিধি: সাভার (ঢাকা): ৪ বছর আগের বকেয়া বেতন ও বিভিন্ন পাওনাদি পরিশোধের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ করে রেখেছেন ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের একটি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় ইপিজেডের অন্যান্য শ্রমিকদেরও ভেতরে প্রবেশ করতে বাধা প্রদান করেন আন্দোলনরত শ্রমিকরা।

বুধবার (২৭ নভেম্বর) সকাল থেকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের ডিইপিজেড এলাকায় সড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে বলেও জানান তারা।

শ্রমিকরা জানান, প্রায় ৪ বছর আগে ২০২১ সালে বকেয়া বেতন ও শ্রম আইন অনুযায়ী ২৬ (১) ধারায় পাওনাদি পরিশোধ না করে কারখানা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। দেই দিচ্ছি করে প্রায় ৪ বছর ধরে শ্রমিকদের সঙ্গে টালবাহানা করে যাচ্ছে কর্তৃপক্ষ। সর্বশেষ আগামী ৩০ নভেম্বর তাদের পাওনাদি পরিশোধের তারিখ নির্ধারণ করা হলেও অনিশ্চয়তায় ভুগছেন শ্রমিকরা। ৪ বছর ধরে তারিখ নির্ধারণ করেও শ্রমিকদের কোনো ধরনের পাওনাদি পরিশোধ করা হয়নি। তাই নির্ধারিত তারিখে পাওনা পরিশোধের নিশ্চয়তা চেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।

আন্দোলনরত শ্রমিক আয়শা আক্তার বলেন, আমরা বেপজা কর্তৃপক্ষকে তিনটি দাবি দিয়েছিলাম। কিন্তু এসব দাবি মানা হচ্ছে না। এর মধ্যে অন্যতম হলো, বেপজা চেয়ারম্যানের অবরোধে উপস্থিত হয়ে আগামী ৩০ নভেম্বর শ্রমিকদের সকল পাওনাদি পরিশোধের নিশ্চয়তা প্রদান। কিন্তু তিনি উপস্থিত হয়ে দুই মাসের মধ্যে কারখানা বিক্রি করে পাওনাদি পরিশোধের আশ্বাস দেন।

এ ব্যাপারে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, আমরা দীর্ঘদিন ধরে বিষয়টি সমাধানের জন্য বলে আসছি। আজও আমরা দুই পক্ষের মধ্যে আলোচনার ব্যবস্থা করেছি। আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM