শুক্রবার | ২৩ মে, ২০২৫ | ৯ জ্যৈষ্ঠ, ১৪৩২

কঠিন শর্তে হাইব্রিড মডেলের চ্যাম্পিয়নস ট্রফিতে রাজি পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে জলঘোলা কম হলো না। তাও ভারত ও পাকিস্তানকে একবিন্দুতে আনতে পারছে না আইসিসি। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশকে এক করতে ঘাম ছুটে যাচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার। অবশেষে পাকিস্তান রাজি হলো হাইব্রিড মডেলের চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনে। সেক্ষেত্রে থাকছে কঠিন কয়েকটি শর্ত!

পাকিস্তান জানিয়েছে, তারা হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করতে রাজি। সেক্ষেত্রে ভারত যেমন পাকিস্তানে আসছে রাজি নয়, তেমনি ভবিষ্যতে পাকিস্তানও ভারতে যেতে রাজি নয়। পাকিস্তানের প্রথম শর্ত এটাই।

পাকিস্তানের শর্ত যদি আইসিসি মেনে নেয়, সেক্ষেত্রে ভারতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ বা বিশ্বকাপের মতো আসরে পাকিস্তানকে ভারতে দেখা যাবে না। তারা খেলবে নিরপেক্ষ ভেন্যুতে। তাই চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে জলঘোলা এখনও অবসান হয়নি। এই এক শর্ত ছাড়াও আরো দুটি শর্ত দিয়েছে পাকিস্তান।

পাকিস্তানের পরের দুই শর্তের একটি হলো- চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত যদি সেমিফাইনালে উঠতে না পারে, তাহলে সেমিফাইনাল ও ফাইনাল হবে পাকিস্তানেই। এছাড়া পাকিস্তানের বাইরের যে ভেন্যুতে ভারতের ম্যাচ হবে, সেই ম্যাচে ভারতের প্রতিপক্ষ দলগুলোকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে আইসিসিকে। অর্থাৎ অনাকাঙ্ক্ষিত কিছু হলে দায় পাকিস্তানের নয়।

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেছেন, “এ মুহূর্তে অনেক ধরনের আলোচনাই হচ্ছে। আমি যা বলেছি তাতে বিষয়টা আরো ঘোলাটে হওয়ার কথা নয়। আমরা আমাদের অবস্থান জানিয়েছি, ভারত তাদেরটা জানিয়েছে। দুই পক্ষই নিজেদের মতো করে সমাধান খুঁজে বের করার চেষ্টা করছে। ক্রিকেট যেন দিনশেষে জয়ী হয় সেটাই জরুরী।”

“ক্রিকেটের জন্য যে সিদ্ধান্ত ভালো আমরা সেটাই নিব। পাকিস্তানের সম্মানও যাতে রক্ষা হয়। দুই পক্ষের জন্যই যাতে সমান থাকে। আমি চেষ্টা করছি একতরফা ব্যাপারটার অবসান ঘটাতে। ভারতে যখন খেলতে যাই, তারা তো এভাবে (হাইব্রিড মডেল) খেলে না। সমতা নিশ্চিত করতে হবে।”- আরো যোগ করেন নাকভি।

ভারত ও পাকিস্তান দুই দলই বল ঠেলে দিয়েছে আইসিসির কোর্টে। এখন আইসিসি কোন পক্ষে চাল দেয় সেটাই দেখার। তাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে অনিশ্চয়তার অবসান।

হাইব্রিড মডেলের ক্ষেত্রে ভেন্যু হতে পারে সংযুক্ত আরব আমিরাত। ভারত-পাকিস্তান ম্যাচসহ ভারতের বাকি সব ম্যাচ এখানে হবে। ভারত সেমিফাইনাল ও ফাইনালে উঠলে এখানেই হবে আসরের সমাপ্তি।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM