নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পলাতক চট্টগ্রাম ভিত্তিক শিল্পগ্রুপ এস আলমের মালিক সাইফুল আলম মাসুদের বাড়ির সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১১টা থেকে নগরীর সুগন্ধা আবাসিক এলাকার বাড়ির সামনে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তারা ব্যানার নিয়ে অবস্থান নিয়েছেন। কর্মসূচিতে চট্টগ্রাম অঞ্চলের ১২টি শাখার কর্মকর্তারা অংশ নিয়েছেন।
ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. মোস্তফা কামাল বলেন, “আমাদের ব্যাংকের ৬৫ হাজার কোটি টাকা বিনিয়োগের মধ্যে ৪৫ হাজার কোটি টাকাই এস আলম গ্রুপ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে। এর মধ্যে ১৫ হাজার কোটি টাকাই চট্টগ্রাম অঞ্চলের শাখা সমূহ থেকে নেওয়া হয়েছে। সাধারণ মানুষের আমানত এসব টাকা আমরা উদ্ধার করতে পারছি না।”
তিনি আরো বলেন, “এস আলমের খেলাপি ঋণ আদায়ের লক্ষ্যে আমরা তার বাড়ির সামনে আজ অবস্থান কর্মসূচি পালন করছি।”
এসময় নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যাংক কর্মকর্তা জানান, এস আলম নিজের প্রভাবে ঋণ নিয়ে আমাদেরকে ফাঁসিয়ে দিয়ে পালিয়ে গেছে। এ ব্যবসায়ীকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে সাধারণ মানুষের হাজার কোটি টাকা উদ্ধার করা হউক।
সাব্বির হোসেন নামে এক ব্যাংক কর্মকর্তা বলেন, “বাড়ির সামনে অবস্থান নিয়ে হয়তো ঋণ আদায় হবে না, কিন্তু তাদেরকে একটা লজ্জাকর বার্তা দেওয়া যাবে। তাদের যদি কিঞ্চিত মান সম্মান থেকে থাকে তবে তারা অবিলম্বে ঋণ পরিশোধ করবেন।”