বৃহস্পতিবার | ১৫ মে, ২০২৫ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩২

রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে, পুড়ল ৫ শতাধিক স্থাপনা

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এরইমধ্যে আগুনে পাঁচ শতাধিক স্থাপনা পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত আগুনে কোনো হতাহতের তথ্য নেই। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর পৌনে ১ টার দিকে কুতুপালংয়ের লম্বাশিয়া ১-ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লক থেকে আগুনের সূত্রপাত ।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কক্সবাজার স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম ।

রোহিঙ্গারা জানান, দুপুরে উখিয়ার লম্বাশিয়া ১-ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের একটি বসত ঘরে হঠাৎ আগুন লেগে যায়। এরপর আগুন ক্যাম্পটির আশপাশের বসত ঘরসহ অন্যান্য স্থাপনায় দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন থেকে তিনটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। পরে সেখানে কক্সবাজার ও টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের আরো দুটি ইউনিট যোগ দেয়। ফায়ার সার্ভিস কর্মিদের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন সেনাবাহিনীর সদস্য ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা। দুপুর ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

উখিয়া থানার ওসি মো. আরিফ হোসেন বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট অথবা রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকে আগুন ধরেছে। আগুনের সুত্রপাত জানতে চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM