শুক্রবার | ৯ মে, ২০২৫ | ২৬ বৈশাখ, ১৪৩২

শোষণ-আধিপত্যের সম্পর্ক স্থায়ী হবে না: সারজিস

নিজস্ব প্রতিবেদক: শোষণ কিংবা আধিপত্য দেখালে ভারত-বাংলাদেশের সম্পর্ক স্থায়ী হবে না বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

তিনি বলেন, গত ১৬ বছর ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ স্বেচ্ছায় দাসত্ব বরণ করে ভারতকে মনিবের আসনে বসিয়েছিল। আগামী দিনে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। শোষণ কিংবা আধিপত্যের সম্পর্ক হলে সে সম্পর্ক স্থায়ী হবে না।

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত ‘ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্য প্রতিরোধে, চট্টগ্রামের আঞ্চলিক সমস্যার সমাধান এবং বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা’ শীর্ষক গোল টেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ফ্যাসিস্ট-খুনি হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টের বিপক্ষে অবস্থান নিয়েছে ভারত। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে তা নির্ধারিত হবে বাংলাদেশের সঙ্গে ভারত কেমন আচরণ ও মনোভাব দেখাচ্ছে তার ওপর।

গোলটেবিল বৈঠকে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেন, দেশের টাকা পাচারকারী স্বৈরাচারদের যখন কেউ সহানুভূতি দেখিয়ে নির্বাচনে আসার বিষয়ে আহ্বান করে, ফ্যাসিস্টদের সঙ্গে সখ্য তৈরি করে সেটি খুবই দুঃখজনক।

জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর আমির শাহজাহান চৌধুরী বলেন, ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করেছে। একটি রাজনৈতিক দলের মাধ্যমে ভারত আমাদের ওপর জগদ্দল পাথরের মতো চেপে বসে বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতে নাক গলালে দেশের ১৮ কোটি মানুষকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM