শুক্রবার | ৯ মে, ২০২৫ | ২৬ বৈশাখ, ১৪৩২

‘বিতর্ক ওঠায়’ পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ছয় সদস্যের নিয়োগ বাতিল করা হয়েছে হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) তাদের নিয়োগ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নিয়োগ বাতিল হওয়া পিএসসির সদস্যরা হলেন- অধ্যাপক ডা. সৈয়দা শাহিনা সোবহান, সাব্বির আহমেদ চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ এফ জগলুল আহমেদ, মো. মুনির হোসেন, অধ্যাপক ড. শাহনাজ সরকার ও ড. মো. মিজানুর রহমান।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২ জানুয়ারি তাদের নিয়োগ দেওয়া হয়েছিল। এর মধ্যে তিনজনের নিয়োগ নিয়ে বিতর্ক ওঠে। তারা আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী বলে সমালোচনা হয়। রোববার (১২ জানুয়ারি) বিতর্কিত তিন সদস্যের নিয়োগ বাতিলের জন্য কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার সময়ও বেঁধে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

অবশেষে পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল করেছে সরকার।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM