বুধবার | ১৪ মে, ২০২৫ | ৩১ বৈশাখ, ১৪৩২

৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক: ঘন কুয়াশার কারণে প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর আজ শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল সোয়া ৯টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. আলীম দাইয়ান সমকালকে জানান, ‘ঘন কুয়াশায় ঘনত্ব কমে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ ছিল। এখন আবার চালু হয়েছে। বর্তমানে যানবাহন পারাপার স্বাভাবিক রয়েছে।’

এর আগে আজ ভোর সাড়ে ৫টা থেকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। এতে নদীর দুই পাড়ে যানবাহনের যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় অপেক্ষমাণ যাত্রী ও যানবাহন চালকদের মধ্যে স্বস্তি ফিরেছে।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM