শুক্রবার | ৯ মে, ২০২৫ | ২৬ বৈশাখ, ১৪৩২

লুটপাটের মুখে দক্ষিণ সুদানে কারফিউ জারি

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ সুদানের রাজধানী জুবায় বিক্ষোভ লুটপাটে রূপ নিয়েছে। এতে শহরটিতে রাত্রিকালীন কারফিউ জারি করেছে পুলিশ। বৃহস্পতিবার সুদানের একটি শহরে দক্ষিণ সুদানের ২৯ নাগরিকের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভকারীরা সুদানের মালিকানাধীন বেশ কয়েকটি দোকানে লুটপাট চালায়। এ সময় কর্তৃপক্ষ সতর্কতামূলক গুলি ছুড়েছিল। খবর এএফপির।

রাজধানী ও অন্যান্য শহরে নতুন করে বিক্ষোভ শুরু হওয়ার পর দেশটির পুলিশপ্রধান আব্রাহাম মানইউয়াত রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষণা করেন, পাল্টা ব্যবস্থা হিসেবে আমরা সন্ধ্যা ৬টা থেকে কারফিউ জারির নির্দেশ দিয়েছি।

তিনি বলেন, এ পদক্ষেপ সরকারি এবং বেসরকারি সম্পত্তির সুরক্ষার জন্য নেওয়া হয়েছে।

দক্ষিণ সুদান ২০১১ সালে সুদান থেকে স্বাধীনতা লাভ করে। এরপর থেকে দেশটিতে অস্থিতিশীলতা চলছেই। নানা সহিংসতা এবং চরম দারিদ্র্যের মুখোমুখিও হয়েছে। সম্প্রতি ভয়াবহ বন্যা এবং খরার কারণে অবস্থা আরও শোচনীয় হয়েছে।

শুক্রবার জুবা শহরের বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল এবং গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছিল। তবে সকালে শহরের পাশাপাশি বোর, আওয়েল এবং ওয়াউ শহরে নতুন করে বিক্ষোভ শুরু হয়।

এ অবস্থায় দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, আমি আপনাদের সবাইকে সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছি এবং দক্ষিণ সুদান ও সুদান সরকারকে বিষয়টি সমাধানের সুযোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে সংঘটিত যুদ্ধে হাজারও মানুষ নিহত হয়েছে। এক কোটি ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং লাখো মানুষ দুর্ভিক্ষের মুখে পড়েছেন। সুদানের সেনাবাহিনী এ সপ্তাহে আরএসএফের কাছ থেকে ওয়াদ মাদানি পুনর্দখল করেছে।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM