মঙ্গলবার | ১৩ মে, ২০২৫ | ৩০ বৈশাখ, ১৪৩২

কর্মবিরতিতে খুলনায় ট্যাংকলরি শ্রমিকরা, ১৬ জেলায় তেল সরবরাহ বন্ধ

ডেস্ক নিউজ: খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে আজ রোববার দুপুর ২টার দিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তাকে গ্রেপ্তারের প্রতিবাদে ট্যাংকলরি শ্রমিকরা পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও ১৬টি জেলায় পরিবহন বন্ধ করে দিয়েছে। এছাড়া তারা ট্যাংকলরি রেখে খালিশপুর এলাকার বিআইডিসি সড়ক অবরোধ করেছে।

খুলনা মহানগর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম জানান, ট্যাংকলরি শ্রমিক নেতা আলী আজম খালিশপুরে বিএনপি অফিস ভাঙচুর মামলার এজাহারভুক্ত আসামি। স্থানীয় লোকজন তাকে আটকের পর ডিবি পুলিশের কাছে হস্তান্তর করে। এরপর তাকে খালিশপুর থানায় হস্তান্তর করা হয়।

এদিকে আলী আজিমকে গ্রেপ্তারের প্রতিবাদে ট্যাংকলরি শ্রমিকরা তিনটি ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন এবং ১৬টি জেলায় পরিবহন বন্ধ করে দেয়। তারা খালিশপুর নতুন রাস্তা মোড়ে ট্যাংকলরি রেখে বিআইডিসি সড়ক অবরোধ করে। এ সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এছাড়া শ্রমিকরা ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি এনাম মুন্সী, পদ্মা মেঘনা যমুনা ট্যাংকলরি শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি মীর মোকসেদ আলী, শ্রমিক নেতা মিজানুর রহমান মিজু বক্তব্য দেন। তারা বলেন, অবিলম্বে আলী আজিমকে মুক্তি দেওয়া না হলে অনির্দিষ্টকাল জ্বালানি তেল উত্তোলন বন্ধ থাকবে।

খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. এনাম মুন্সী সাংবাদিকদের বলেন, বিএনপির মিথ্যা মামলায় সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মুক্তি না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

এ ব্যাপারে খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার ডেপুটি কমিশনার মো. তাজুল ইসলাম বলেন, খালিশপুর থানায় গত ২১ আগস্ট দায়ের হওয়া মামলায় আলী আজিমকে গ্রেপ্তার করা হয়েছে। এজাহারভুক্ত আসামিকে মুক্তি দেওয়ার কোনো সুযোগ নেই।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM