মঙ্গলবার | ২০ মে, ২০২৫ | ৬ জ্যৈষ্ঠ, ১৪৩২

বিয়ের এক বছর পর জানালেন শানারেই দেবী

বিনোদন ডেস্ক: অভিনয়ে নিয়মিত না হলেও প্রতি বছর বই লিখে আলোচনায় আসেন অভিনেত্রী শানারেই দেবী শানু। এবার নতুন খবর হচ্ছে, বিয়ে করেছেন এ অভিনেত্রী।

বিয়ের খবর নিজেই জানিয়েছেন অভিনেত্রী শানু।
পাত্র মাহবুব জামিল পুলক। পেশায় প্রকৌশলী হলেও পাশাপাশি লেখালেখিও করেন তিনি। লেখালেখির সূত্রেই তাদের পরিচয় এবং একসঙ্গে পথ চলা বলে জানা গেছে।

শানুর কথায়, ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি বিয়ে করেছেন তারা। তবে বিষয়টি এতদিন প্রকাশ্যে আনেননি তারা।

তিনি বলেন, ২০২৪ সালে বিয়ে করেছি আমরা। তারপর ভালো একটা সময়ের জন্য অপেক্ষা করছিলাম। এ কারণে এতদিন বিষয়টি জানানো হয়নি।

এই অভিনেত্রী বলেন, তবে বিয়ের বিষয়টি আমাদের কাছের মানুষজন জানেন। এখন অস্থির একটা সময়ের মধ্যে আছি আমরা। সংবাদমাধ্যমে বিষয়টি অফিশিয়ালি জানানো হয়নি। বইমেলায় একসঙ্গে উপস্থিত হওয়ায় বিয়ের বিষয়টি অনেকেই অবশ্য জেনেছেন।

শানু যোগ করে বলেন, আমি মণিপুরি সম্প্রদায় থেকে উঠে এসেছি। এখানে আমাদের সংস্কৃতি যেমন সম্মানের, আবার তেমনি অনেক সেনসিটিভও। এ জন্য ব্যক্তিগত বিষয়গুলো অনেক ভেবে তারপরই প্রকাশ করি।

অভিনেত্রী শানু স্বামী মাহবুব জামিলের সঙ্গে পরিচয়ের ব্যাপারে বলেন, সে মূলত একজন কবি। দীর্ঘদিন ধরে লেখালেখি করছেন। সে ও আমি, দু’জনই আমরা শব্দের মানুষ। দু’জনের ভাবনাটা বেশ মিলে যায়। আজব কারখানায় এসেই আমাদের পরিচয় হয়েছে।

মাহবুব জামিল পুলক ঢাকার ছেলে। ২০১৯ সালে লেখক হিসেবে আত্মপ্রকাশ হয় তার। প্রথম প্রকাশিত বই ‘জলপরীর নিঃশ্বাস’। বিপরীতে অভিনেত্রী শানু ২০০৯ সালে প্রথম বিয়ে করেছিলেন জেভিয়ার শান্তনু বিশ্বাসকে। দুই পরিবারের মধ্যস্থতায় ওই সম্পর্কের বিচ্ছেদ হয়। এবার বইমেলায় ‘বাঘ মানুষ’ বই প্রকাশ হয়েছে এ অভিনেত্রীর।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM