বৃহস্পতিবার | ৮ মে, ২০২৫ | ২৫ বৈশাখ, ১৪৩২

জামালপুরের মাদারগঞ্জের গুদাম থেকে ১১০ মণ সরিষা চুরি

উপজেলা সংবাদদাতা, মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জে একটি গুদাম থেকে ৫২ বস্তা (১১০ মণ) সরিষা চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে উপজেলার পূর্ব সুখনগরী টিপুর মোড়ে এ চুরির ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন- ওয়াজেদ আলী, আব্দুল করিম মুসল্লী ও রাজু। তাদের গুদামে প্রায় ৩০০ মণ সরিষা সংরক্ষিত ছিল, যার মধ্যে ১১০ মণ চুরি হয়ে যায়। বাজারমূল্য অনুসারে প্রতি মণ সরিষার দাম ৩২০০ টাকা, ফলে চুরিকৃত মালামালের আনুমানিক মূল্য দাঁড়ায় ৩,৫২,০০০ টাকা।

এদিকে চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা শুক্রবার (৭ মার্চ) মাদারগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।

ভুক্তভোগীরা বলেন, আমাদের গুদামে প্রায় ৩০০ মণ সরিষা ছিল। এর মধ্যে ১১০ মণ চুরি হয়ে গেছে। এত বড় ক্ষতি কীভাবে সামাল দেব বুঝতে পারছি না। এই সরিষা বিক্রির টাকায় আমরা পুরো মৌসুম চলি। গুদামের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে। এত বড় চুরি কীভাবে হলো, সেটা পুলিশকে দ্রুত খুঁজে বের করার দাবি জানান। প্রশাসনের সহযোগিতা চেয়ে দ্রুত দোষীদের ধরতে ব্যবস্থা নেওয়ার অনুরোধও জানিয়েছেন তারা।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ওসি হাসান আল মামুন বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি এবং তদন্ত শুরু করেছি।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM