বৃহস্পতিবার | ২২ মে, ২০২৫ | ৮ জ্যৈষ্ঠ, ১৪৩২

রোনালদোর জাদুঘরে যে ট্রফি বিশেষ জায়গায় থাকবে

স্পোর্টস ডেস্ক: ক্লাব ফুটবলে ইউরোপ সেরার মঞ্চে অসাধারণ অবদানের স্বীকৃতি পেয়ে খুশির জোয়ারে যেন ভাসছেন ক্রিস্তিয়ানো রোনালদো। সাফল্যমণ্ডিত ক্যারিয়ারে আরেকটি পুরস্কার পাওয়া পর্তুগিজ মহাতারকা জানালেন, এই ট্রফি তার জাদুঘরে থাকবে বিশেষ একটি জায়গায়।

ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্তা সংস্থা বৃহস্পতিবার (২৯ আগস্ট) রোনালদোকে সম্মাননা জানিয়েছে। আল নাস্ র ফরোয়ার্ড মোনাকোয় চ‍্যাম্পিয়ন্স লিগের প্রথম রাউন্ডের ড্র অনুষ্ঠাতে ট্রফি হাতে নিয়ে জানিয়েছেন নিজের প্রতিক্রিয়া।

রোনালদো বলেন, আমার জন‍্য এখানে থাকতে পারা খুবই আনন্দের। এই পুরস্কারের জন‍্য ধন‍্যবাদ। এটা আমার কাছে খুবই অর্থবহ। চ‍্যাম্পিয়ন্স লিগই চূড়ান্ত। যখন কেউ এই সঙ্গীত শুনবে, সে জ্বলে উঠবে, এটা খুবই বিশেষ একটি অনুভূতি।
আমি অনেকবার জিতেছি এবং অনেক গোল করেছি। এখানে থাকতে পারাটা দারুণ।

ইউরোপ রাঙিয়ে এখন সৌদি আরবের ফুটবল মাতাচ্ছেন রোনালদো। আবারও কি নিজ মহাদেশে দেখা যাবে পর্তুগিজ মহাতারকাকে? ভবিষ‍্যৎ কেউ জানে বলে একটু রহস‍্য রেখে দিলেন ৩৯ বছর বয়সী ফরোয়ার্ড।

২০০২ সালে পর্তুগিজ ক্লাব স্পোর্তিংয়ের হয়ে বাছাই পর্বের ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক হয় রোনালদোর। পরের বছর স্যার অ্যালেক্স ফার্গুসনের কোচিংয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে প্রথমবার খেলতে নামেন মূল টুর্নামেন্টে।

চ্যাম্পিয়ন্স লিগে প্রথম গোল পেতে চার বছর অপেক্ষা করতে হয় রোনালদোকে। ইউরোপ সেরা প্রতিযোগিতায় প্রথমবার জালের দেখা পান তিনি ২০০৭ সালে, রোমার বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগে।

পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পেয়েছেন রোনালদো। প্রথমবার ইউনাইটেডের হয়ে ২০০৮ সালে। পরের চারটি জিতেছেন তিনি স্প্যানিশ ক্লাব রেয়াল মাদ্রিদের জার্সিতে; ২০১৪, ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে। সব শিরোপাই তার মনে বিশেষ একটা জায়গা নিয়ে আছে।

“আমরা সব সময় প্রথমটার কথা বলি। ম‍্যানচেস্টার ইউনাইটেডের হয়ে চ‍্যাম্পিয়ন হতে পারে দারুণ একটা ব‍্যাপার ছিল। রেয়াল মাদ্রিদের হয়ে জেতা চার শিরোপা, এর একটা লিসবনে গ‍্যালারিতে অসংখ‍্য পর্তুগিজের উপস্থিতিতে…।”

“এই পুরস্কার মাদেইরার আমার জাদুঘরে একটা বিশেষ জায়গায় থাকবে।”

ইউরোপ সেরা প্রতিযোগিতাটিতে সব মিলিয়ে ১৮৩ ম্যাচে ১৪০ গোল করেছেন রোনালদো। বর্তমানে ইউরোপে খেলছেন, এমন খেলোয়াড়দের মধ্যে তার ধারেকাছেও নেই কেউ। ১২৯ গোল করে দ্বিতীয় স্থানে আছেন মেজর সকার লিগে পাড়ি জমানো আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।

এই অনুষ্ঠানেই উয়েফা প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড জিতছেন ইতালির সাবেক গোলরক্ষক জানলুইজি বুফ্ফন।

আইএফ

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM