শুক্রবার | ৯ মে, ২০২৫ | ২৬ বৈশাখ, ১৪৩২

তুরস্কের রেস্টুরেন্টে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক: রোববার (৩০ জুন) তুরস্কের পশ্চিমাঞ্চলের ইজমির শহরের একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় নিহত হয়েছে কমপক্ষে ৫জন আর আহত হয়েছে কমপক্ষে ৬৩ জন।
তুরস্কের ইজমিরের রেস্টুরেন্টে ভয়াবহ বিস্ফোরণের পর সেখানে কাজ করছেন দমকলবাহিনী ও জরুরি পরিষেবা কর্মীরা।
প্রতিবেদনে বলা হয়েছে, সিকিউরিটি ক্যামেরায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের দুর্ঘটনা ধারণ হয়েছে। এই বিস্ফোরণে রেস্টুরেন্টের আশপাশের রাস্তাঘাট ও ভবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লেখেন, ইজমিরে ভয়াবহ বিস্ফোরণে যারা প্রাণ হারিয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করি। আর যারা আহত হয়েছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করি।
এছাড়া আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইজমিরের গভর্নর সুলেমান এলবান আহতদের দেখতে হাসপাতালে গিয়েছেন। তিনি সেখানে জানান, আহতদের মধ্যে ৪০ জনকে ছেড়ে দেয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া জানান, এ দুর্ঘটনায় জড়িত থাকার সন্দেহে এরইমধ্যে একজনকে আটক করা হয়েছে। তিনি গত শনিবার ওই রেস্টুরেন্টে ‘প্রোপেন ট্যাংক’ স্থাপন করেছিলেন বলে জানা গেছে। সূ: এপি

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM