নিজস্ব প্রতিবেদক: সরকার পতনের প্রেক্ষাপটে সৃষ্ট পরিস্থিতে হামলা আতঙ্কে ভুগছেন নির্বাচন কমিশনের (ইসি) প্রধান কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। নিরাপত্তার কথা বিবেচনা করে তাই কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে কমিশন।
নতুন নির্দেশনায় কার্যালয়ের সব কর্মকর্তা-কর্মচারীর জন্য আইডি কার্ড গলায় ঝুলিয়ে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। বলা হয়েছে, এখন থেকে কেউ নির্বাচন ভবনে আইডি কার্ড ছাড়া প্রবেশ করতে পারবেন না।
গতকাল মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে। আদেশে উল্লেখ করা হয়েছে, নির্বাচন ভবনে প্রবেশ ও অবস্থানকালীন সময়ে নির্বাচন কমিশন সচিবালয়, IDEA-2, প্রকল্প, EVM প্রকল্প, SCDECS প্রকল্প, CBTEP প্রকল্প, নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা/কর্মচারীকে অফিসিয়াল পরিচয়পত্র দর্শনীয়ভাবে ঝুলিয়ে প্রবেশ করা এবং দাপ্তরিক কার্যক্রম চলাকালীন সময়ে ঝুলিয়ে রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এতে স্বাক্ষর করেন নির্বাচন কমিশনের উপ-সচিব সহিদ আব্দুস ছালাম। এআরএস