নিজস্ব প্রতিবেদক: সমস্যা সমাধানে যতটুকু সময় প্রয়োজন, তা অন্তর্বর্তী সরকারকে দিতে হবে। তবে এ সরকারের মাধ্যমে সবকিছু সংস্কার হয়ে যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশের স্বাধীনতার এক মাস পূর্তি উপলক্ষে ‘তারুণ্যের শক্তি’র সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি।
আবদুস সালাম বলেন, সমস্যা সমাধানে যতটুকু সময় প্রয়োজন, তা অন্তর্বর্তী সরকারকে দিতে হবে। তবে এ সরকারের মাধ্যমে সবকিছু সংস্কার হয়ে যাবে না। সরকারকেও তা ভাবতে হবে। তাই সবার সঙ্গে কথা বলতে হবে।
তিনি বলেন, পরাজিত শক্তি আধিপত্য শক্তি চক্রান্ত করছে এখনও। সেখানে যেন কেউ পাড়া না দেয়।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, শেখ হাসিনা পালিয়েছে, কিন্তু তার সহকর্মীরা এখনও আছে।
নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়ে এ নেতা বলেন, কীভাবে গ্রহণযোগ্য নির্বাচন করা যায়, সে জন্য রাজনৈতিক দলগুলোর পরামর্শ নিয়ে নির্বাচন কমিশন সাজাতে হবে। আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।
বিগত সরকার যে ঋণের বোঝা জনগণের ওপর চাপিয়েছে, সেই বিদেশি ঋণ পরিশোধে ৫ বছরের জন্য সুদ মওকুফে ড. ইউনূসের সরকার আন্তর্জাতিক মহলে উদ্যোগ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।
একে