স্পোর্টস ডেস্ক: প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে তাদেরই মাঠে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ করেছেন নাজমুল হোসেন শান্তর দল। দারুণ এই সফর শেষে গতকাল বুধবার রাতে দুই ভাগে ভাগ হয়ে বাংলাদেশ দল দেশে ফিরেছে।
যদিও পাকিস্তানে ১৬ জন ক্রিকেটার সফর করলেও, গতকাল রাতে হজরত শাহজালাল বিমানবন্দরে নেমেছেন ১৫ জন। সাকিব আল হাসান দলের একাংশের সঙ্গে করাচি থেকে দুবাই পর্যন্ত যাওয়ার পর ধরেছেন লন্ডনগামী ফ্লাইট। এতক্ষণে তাঁর ইংল্যান্ডে পৌঁছেও যাওয়ার কথা। সেখানে তিনি সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলবেন। সাকিবকে বর্তমানে ছাত্র–জনতার গণঅভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত এক পোশাককর্মী হত্যা মামলার আসামি করা হয়েছে।
মামলার মাথায় নিয়েই সাকিব পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টে খেলেছেন। তবে তার খেলা–না খেলা নিয়ে অনেক আলোচনা–সমালোচনা হলেও সতীর্থদের তিনি পাশেই পেয়েছেন। মুশফিকুর রহিম, মুমিনুল হক, শরীফুল ইসলাম থেকে শুরু করে জাতীয় দলের বাইরে থাকা এনামুল হক, রুবেল হোসেনরা সাকিবকে ‘নিরাপরাধ ও নির্দোষ’ দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরেছেন।
টেস্ট সিরিজ জয়ের ট্রফি নিয়ে দেশে ফেরার পর বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেনকেও সাকিবকে নিয়ে প্রশ্নের উত্তর দিতে হয়েছে। ক্রিকেটারদের সবাই সাকিবের পাশে আছেন বলে জানিয়েছেন। সুযোগ পেলে প্রধান উপদেষ্টার কাছে এটি তোলার কথাও। বিমানবন্দরে সাংবাদিকদের নাজমুল বলেছেন, ‘সাকিব ভাইয়ের ব্যাপারটি ভিন্ন। তবে প্রত্যেক খেলোয়াড় সাকিব ভাইয়ের পাশে আছে। সবাই জানি সাকিব ভাই খেলার জন্য কতটা নিবেদিত এবং খেলার জন্য কতটা পাগল। সবসময় দলের জন্য চিন্তাভাবনা করে থাকেন। যখন দেখা হবে (প্রধান উপদেষ্টার সঙ্গে), এটা নিয়ে যদি কথা ওঠে তাহলে বলব, প্রত্যেক খেলোয়াড় সাকিব ভাইয়ের পাশে আছে।’