সোমবার | ১২ মে, ২০২৫ | ২৯ বৈশাখ, ১৪৩২

দুর্গাপূজা মহোৎসবে পালন করুন, ছায়ার মতো পাশে থাকবো: চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক: হিন্দু ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গাপূজা মহোৎসবে পালন করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (চরমোনাই পীর)।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বংশালে ছাত্র-জনতা সম্প্রীতির সমাবেশে তিনি এ আহ্বান জানান।

চরমোনাই পীর বলেন, দেশ মুসলমানদের হলেও অধিকার সবার। আওয়ামী লীগের সময় যেভাবে দুর্গাপূজা পালন করেছেন, তার চেয়েও বড় করে পালন করুন। আমরা আপনাদের পাশে ছায়ার মতো থাকব। তবে উৎসব হিন্দুদের। এতে মুসলমানরা থাকতে পারে না।

সংখ্যালঘুদের নিয়ে যারা রাজনীতি করে তারাই মন্দিরে হামলা করে দাবি করে মুফতি ফয়জুল করীম বলেন, মন্দিরে যাতে কেউ আক্রমণ করতে না পারে এ জন্য সবাই সজাগ থাকবে।

তিনি আরও বলেন, জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলন বৈষম্যবিরোধী আন্দোলন। হরিজন, চামার, তাঁতিদের দূরে রাখার জন্য এই আন্দোলন হয়নি।

দেশে চুরি, ডাকাতি, লুটপাটের উন্নয়ন হয়েছে উল্লেখ করে মুফতি বলেন, ৫ আগস্টের পর আরেকটি দল ফ্যাসিস্ট ও লুটেরা দেশ লুটের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সবাই ঐক্যবদ্ধভাবে জুলুমমুক্ত বাংলাদেশ গড়বো। এতে থাকবে না কোনো বৈষম্য।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র এই নায়েবে আমির বলেন, আমি বিশ্বাস করি, ইসলামি তরিকা অনুসরণ করলে আগামী ৫-১০ বছরের মধ্যে দেশে দরিদ্র থাকবে না।

একে

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM