রবিবার | ২৫ মে, ২০২৫ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩২

ধোনির যে কাণ্ডে বিড়ম্বনায় কোহলি!

স্পোর্টস ডেস্ক: বিরাট কোহলির ডাকনাম চিকু। এটা শুধু ভারত নয়, সকল কোহলি ভক্তদেরই জানা। কোহলির ডাক নামকে এমন জনপ্রিয় করার পেছনে অনেকটা অবদান আছে মহেন্দ্র সিংহ ধোনির, এমনটাই নিজেই জানিয়েছেন কোহলি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কোহলি বলেছেন, ‘আমার ডাকনাম বিখ্যাত করে দিয়েছে ধোনি। উইকেটের পেছন থেকে এত বার ‘চিকু’ বলে ডেকেছে। স্টাম্প মাইকে সব শোনা গেছে এবং মানুষের মাথার মধ্যে গেঁথে গেছে।’

এই ডাকনামের জন্য তাকে বিড়ম্বনায়ও পড়তে হয়েছে বলে জানিয়েছেন কোহলি। তিনি বলেছেন, ‘সমর্থকেরা প্রায়ই রাস্তাঘাটে চিৎকার করে বলত, ‘এই চিকু, আমার সঙ্গে একটা ছবি তুলবে?’ আমার তখন মনে হত, একটা ভাল নামও তো আছে। ওরা কি সেটা ভুলে গেছে? ওদের ওই নামে ডাকার অধিকার নেই।’

কীভাবে এই ডাকনাম পেয়েছিলেন, সেটাও জানিয়েছেন কোহলি। ভারতের সাবেক এই অধিনায়ক বলেছেন, ‘রঞ্জি ট্রফিতে এক কোচ এই নাম দিয়েছিলেন। তখন আমার বড় বড় গাল ছিল।’

‘২০০৭ সালে আমার চুল পড়ছিল খুব। তখন চুল কেটে দিই। তাতে আমার বড় গাল এবং কান আরও প্রকট হয়ে ওঠেছিল। সেখান থেকে চিকু ডাকনাম। ‘চিকু দ্য র‌্যাবিট’ কার্টুনের একটি চরিত্র থেকে ওই নাম দেওয়া হয়েছিল।

একে

 

 

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM