নিজস্ব প্রতিবেদক: গত সোমবার, ১২ আগস্ট দুপুরের দিকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর ব্যক্তিগত সহকারী (পিএস) মোহাম্মদ ফরিদ মানিক ওরফে পিএস মানিক ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশনে আটক হয়েছে।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সূত্র থেকে জানা যায়, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সড়ক পথে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে আসেন মোহাম্মদ ফরিদ মানিক। তিনি কাস্টমস ও বিজিবির কাজ শেষ করে ইমিগ্রেশন কার্যালয়ে যান। সেখান থেকে তাকে ইমিগ্রেশন ইনচার্জের রুমে বসিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তার বিষয়ে জানানো হয়।
এ প্রসঙ্গে চেকপোস্টের ইনচার্জ মো. খাইরুল আলম বলেন, ‘মোহাম্মদ ফরিদ মানিক ওরফে পিএস মানিক এ পথে আগরতলা যাওয়ার জন্য এসেছিলেন। নিষেধাজ্ঞার কারণে তাকে আগরতলায় যেতে দেওয়া হয়নি।’
মানিক ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা গ্রামের মো. মোখলেছুর রহমানের ছেলে। এলাকায় অভিযোগ রয়েছে, ফেনী জেলায় সাবেক সংসদ সদস্য নিজামউদ্দিন হাজারীর ছত্রছায়ায় থেকে নান ধরনের অপকর্ম করেছেন এই মোহাম্মদ ফরিদ মানিক ওরফে পিএস মানিক।