স্পোর্টস ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনালদোর গোল-এসিস্টে শিরোপা জয়ের হাতছানি তার দল আল-নাসরের সামনে। পর্তুগিজ এই তারকার নৈপুণ্যে সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল তায়ুনকে ২–০ গোলে হারিয়েছে আল-নাসর।
বুধবার রাতে আবহার প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ স্পোর্টস সিটিতে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় আল নাসর ও আল তায়ুন।
ম্যাচের মাত্র ৮ মিনিটেই রোনালদোর দল এগিয়ে যায়। এই গোলে এসিস্ট করে অবদান রাখেন পর্তুগিজ তারকা। তার পাস ধরে আয়মান ইয়াহিয়া আল-নাসরকে লিড এনে দেন। দ্বিতীয়ার্ধে রোনালদোর পা থেকে গোল আসে। ৫৭ মিনিটে সুলতান আল ঘানামের পাস থেকে বল পেয়ে ডান পাশের কিনারা দিয়ে জাল খুঁজে নেন রোনালদো। উদযাপনে মাতেন তিনি।
২-০ গোলে জয়ের পথেই হাঁটছিল আল-নাসর। তবুও শেষদিকে তারা আগ্রাসী হয়ে মাসুল দেয় মিডফিল্ডার মার্সেলো ব্রজোভিচের লাল কার্ড দিয়ে। ক্রোয়েশিয়ান এই তারকা ৯৩ মিনিটে মাঠ ছাড়লে আল-নাসর ১০ জনে পরিণত হয়। তবে তাতে কোনো অসুবিধায় পড়তে হয়নি রিয়াদের ক্লাবটিকে। ঠিকই তারা বাকি কয়েক মিনিট নিরাপদে পার করেছে।
এখন রোনালদোর লক্ষ্য বছরের প্রথম শিরোপা জয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও সেটাই জানালেন এভাবে, ‘সুপার কাপের ফাইনালে আমরা আসছি!’
সৌদি সুপার কাপের ফাইনালে আগামী শনিবার ক্লাবটির জার্সিতে নিজের দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে নামবেন রোনালদো। তবে তাদের সামনে বড় বাধা এই আসরের বর্তমান চ্যাম্পিয়ন আল-হিলাল।