রবিবার | ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গণপূর্তের নারী কর্মকর্তাদের সাত কাহন!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা অফিস:  নানা কারনে আলোচিত ও সমালোচিত সরকারের প্রকৌশল সংস্থা গণপূর্ত অধিদপ্তর। কখনো বালিশ কান্ড, কখনো প্রধান প্রকৌশলীর মুক্তিযুদ্ধের ভুযা সার্টিফিকেট আবার কখনো দুর্নীতির ভয়াবহ কান্ডে। এসব কর্মকান্ডের মধ্যে আবার কম যাননা এর নারী প্রকৌশলীরাও। এসব অনিয়ম ও দুর্নীতির যেমন অভিযোগ রয়েছে তেমনি রয়েছে ব্যক্তিগত কেলেঙ্কারিও। গণপূর্ত অধিদপ্তরে কান পাতলেই শোনা যায় এসব মুখরোচক কাহিনী।

গণপূর্ত সার্কেল-৩ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রোকন উদ্দিন যেমন উপ-সহকারী প্রকৌশলী জাহিদা আক্তার জলির প্রেমে হাবুডুবু খেয়ে বিয়ে করে যেমন দেশান্তরী হয়েছেন। এর চেয়ে কম গল্পের জন্ম দেননি উপ-বিভাগীয় প্রকৌশলী অজন্তা শুক্লাকে বিয়ে করে নির্বাহী প্রকৌশলী মো. ইয়ামিন। যদিও নির্বাহী প্রকৌশলী ইয়ামিন এখন ডিএস পুলে উপ-সচিব হয়ে চলে গেছেন।

এদের বাইরেও তত্ত্বাবধায়ক প্রকৌশলী হুমায়রা, ফারজানা, সিফাত ওয়াসীসহ বেশ কয়েকজন কর্মকর্তার বিষয়ে পাওয়া গেছে মজাদার ও মুখরোচক খবর। সেগুলোই আমরা তুলে ধরবো ধারা বাহিকভাবে।

আগামীকাল পড়ুন

নিয়োগ দুর্নীতির রাণী নন্দিতা সাহার গল্প

© 2022 payranews.com
Developed by- Payra Team